সিলেট নানা বাড়ি বেড়াতে দুই কন্যা সন্তান মৃ*ত্যু
সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন ২ খালাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- তাছকিয়া আক্তার (৭) ও ফাইজা আক্তার (৫)।
বিষয়টি আলোচিত সিলেটকে নিশ্চিত করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন৷
তিনি বলেন- ঈদ উপলক্ষে নানা বাড়িতে বেড়াতে এসেছিল আপন দুই খালাতো বোন। বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে হঠাৎ করে দুই শিশু সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন খুঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠতে দেখেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই।
শিশু দুটির মধ্যে একজনের বাড়ি রাখালগঞ্জ ও অন্যজনের বাড়ি সুনামপুর।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আহমেদ সুমন বলেন, ঘটনাটি জানা নেই। তবে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন